
আন্তর্জাতিক ডেস্ক:
আগামী সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাত করতে মস্কো সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার (১৭ মার্চ) ক্রেমলিন এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।
ক্রেমলিন জানিয়েছে, দুই দেশের সর্বোচ্চ নেতা একটি ‘বিস্তৃত অংশীদারিত্ব ও কৌশলগত সহযোগিতা’ নিয়ে আলোচনা করবেন।
আলোচনার সময়, তারা রাশিয়া ও চীনের মধ্যে ব্যাপক অংশীদারিত্বের সম্পর্ক এবং কৌশলগত সহযোগিতার আরও উন্নয়নের বিষয়ে আলোচনা করবেন।
এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুতিনের আমন্ত্রণে প্রেসিডেন্ট শি জিনপিং ২০ থেকে ২২ মার্চ পর্যন্ত রাশিয়ায় থাকবেন। অর্থাৎ তার এই সফরটি হবে তিন দিনের।
মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, আশা করা হচ্ছে, এই সফর দুই দেশের বেশ কয়েকটি ‘গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি’ স্বাক্ষরিত হবে। বৈঠকের উদ্দেশ্য দ্বিপাক্ষিক আস্থা আরও গভীর করা।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তিতে সেনা অভিযান বন্ধে গত ২৪ ফেব্রুয়ারি১২ দফা শান্তি প্রস্তাবদেয় চীন। এতে যুদ্ধবন্ধ করে আলোচনার মাধ্যমেশান্তির পথ খুঁজতে দুইদেশের প্রতি আহ্বান জানানো হয়। একইসঙ্গে, বেসামরিকনাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে মানবিক করিডরপ্রতিষ্ঠার ওপরও গুরুত্বারোপ করেচীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।