আব্দুর রহিম, কালিগঞ্জ: সাতক্ষীরা ৪ আসনে (শ্যামনগর এ কালিগঞ্জের একাংশ) আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের প্রচার প্রচারনা ও দৌড়ঝাঁপে ব্যাস্ত সময় পার করছেন। দলীয় মনোনয়ন পেতে তারা দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন আপন গতিতে। কে কোন দলের মনোনয়ন পাবেন, এলাকার উন্নয়নে কাজ করবেন, নাকি নিজ পরিবারের! এসব নিয়ে ভোটার সাধারণের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ। সাতক্ষীরা ৪ আসনে সংসদ নির্বাচনে বর্তমানে কালিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন ও শ্যামনগর উপজেলার ১২ টি ইউনিয়নে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন দলীয় মনোনয়ন প্রত্যাশীগণ। এ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে ইতিমধ্যে ১৫ জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে জোরে শোরে। ইতিমধ্যে ব্যানার, পোষ্টার লাগিয়ে এলাকায় প্রার্থীতার আগাম বার্তা জানান দিয়েছেন অনেকে। নির্বাচনের দিন যতোই এগিয়ে আসছে ততোই শরগরম হওয়া শুরু হচ্ছে হাট, বাজার, বিভিন্ন মোড় আর চায়ের স্টলে। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন শ্যামনগর উপজেলা আ.লীগের সভাপতি ও দুই বারের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য কাজী মো. আলাউদ্দিন, জেলা বিএনপির সুযোগ্য আহবায়ক, বিশিষ্ট আইনজীবী এড. সৈয়দ ইফতেখার আলী, মহাজোট গঠনের অন্যতম নেতা, সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ এইচ এম গোলাম রেজা, যুক্তরাজ্য বিএনপি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক, বর্তমান সময়ের কর্মীবান্ধব নেতা ও সদালাপী ব্যা্ক্িতত্ব দলীয় মনোনয়ন প্রত্যাশী এম মনিরুজ্জামান মনির, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের রোকেয়া হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মাসুদা খানম মেধা, শ্যামনগর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা আ’লীগের সিনিঃ সহ- সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, জেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, গাবুরা ইউপি সাবেক চেয়ারম্যান শফিউল আজম লেনিন, কেন্দ্রীয় জাতীয় পার্টি নেতা দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আব্দুস সাত্তার মোড়ল, জামায়াতে ইসলামী বাংলাদেশ এর বর্ষিয়ান নেতা সাবেক সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব গাজী নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলার বিএনপি’র সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির (জাসদ) থেকে মনোনয়ন প্রত্যাশী আশেক -ই -এলাহি, এছাড়াও আ.লীগের মনোনয়ন পাওয়ার চেষ্টায় আছেন সাবেক পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আতাউর রহমান। শ্যামনগর ও কালিগঞ্জ আংশিক আসনের এলাকা গুলোতে ইতিমধ্যে মনোনয়ন প্রত্যাশী বেশ কয়েকজন প্রার্থীকে এলাকার হাট-বাজার, দলীয় অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করতে দেখা গেছে। তবে নির্বাচন কমিশন কর্তৃক দ্বাদশ সংসদ নির্বাচনের তফসীল ঘোষনা হলেই সঠিকভাবে তুলে ধরা যাবে নির্বাচনের হালচিত্র।
আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরা ৪ আসনে মনোনয়ন প্রত্যাশীরা
পূর্ববর্তী পোস্ট