
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী, খুলনা অঞ্চল পরিচালক, সাতক্ষীরা-২ আসন (সদর-দেবহাটা) জামায়াতের মনোনীত নমিনি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন,জুলাই বিপ্লবের মাধ্যমে আল্লাহ তায়ালা নতুন সূর্ষ উদয় করেছেন একটি নতুন প্রভাতে আমরা পর্দাপন করেছি । ১৬ বছরের একটি কালো অধ্যায় যে অধ্যায় আমাদের মতিউর রহমান নিজামী, আল্লাহমা দেলোয়ার হোসেন সাঈদী সহ জামায়াত ইসলামী ১১জন শীর্ষ পর্যায়ের নেতারা শাহাদাত বরণ করেছেন ফাঁসির কাষ্টে তাঁদেরকে ঝুলানো হয়েছিলো। শত শত হাজার হাজার নেতা কর্মীরা শাহাদাত বরণ করেছেন, পঙ্গুত বরণ করেছেন লক্ষ লক্ষ মানুষ জেল খাটতে হয়েছে। এমনিভাবে জুলুম ও নির্যাতনের অবসন ঘটিয়ে জুলাই বিপ্লবের মাধ্যমে রাব্বুল আলামিন স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আল্লামা দেলোয়ার হোসাইন, মতিউর রহমান নিজামী শুধু বাংলাদেশের সম্পদ নয় সারা পৃথিবীর সম্পদ এই ফ্যাসিবাদী সরকার তাদেরকে হত্যা করে চেয়েছিলো বাংলাদেশে ইসলামকে ও ঈমানকে ইসলামী শক্তিকে ধ্বংস করার জন্য কিন্তু তারা করতে পারিনি। আজকে ঘরে ঘরে নিজামী পয়দা হয়েছে ,সাঈদী পয়দা হয়েছে।
তিনি আরো বলেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ¯েøাগান দিতো এক একটা শিবির ধর সকালে নাস্তা কর আজ সেই বিশ্ববিদ্যালয়ে নারেয়ে তাকবির আল্লাহু আকবরের ¯েøাগান হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একশতজন নারীকে ধর্ষণ করার পর মিষ্টি বিতারণ হত এবং শেখ হাসিনা তার নাম দিয়েছিলো সোনার ছেলে সেই বিশ্ববিদ্যালয়ে এখন ছাত্রশিবিরের আল্লাহু আকবরের ¯েøাগান হচ্ছে। বাংলাদেশের সকল মেধাবী ছাত্র/ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে ইসলাম কায়েম হচ্ছে। এজন্য আগামী দিনের বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ ,চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, জালেম মুক্ত বাংলাদেশ এই বাংলাদেশ তৈরি করার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। আমরা সেই বাংলাদেশের সপ্ন দেখছি যে বাংলাদেশে রাসূলের আদর্শে তৈরি।বাংলাদেশ জামায়াত ইসলামীসহ ইসলামী শক্তি ,ইসলামী দল আমরা ঐক্যবদ্যভাবে রাজপথে এসেছি আমরা আল্লাহর আইন চাই রাসূলের আদর্শে আলোকে আমরা এই বাংলাদেশকে গৌড়তে চাই। ইসলামী আদর্শ কায়েম হলে শুধু মোসলমানরা শান্তি পাবেনা অমুসলিমরাও সমান ভাবে শান্তিতে বসবাস করবে। যদি কোন ব্যক্তি কোন অমুসলিমদের উপর জুলুম, নির্যাতন করে যে জালেম যত বড় শক্তিশালী হোক আমরা তার হাতকে অবাশ করে দিবো । শনিবার (১৮ অক্টোবর) বিকাল ৩টায় কুলিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রঙ্গণে এ নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পথসভায় ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল গফ্ফার’র সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা সাদিকুল ইসলাম’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সাবেক সাতক্ষীরা জেলা আমীর, সাতক্ষীরা-৩ আসন (আশাশুনি-কালিগঞ্জ) জামায়াতের মনোনীত নমিনি মুহাদ্দিস রবিউল বাশার, জেলা জামায়াতের সহ-সেক্রেটারী সাবেক ছাত্রনেতা অধ্যাপক ওমর ফারুক, মাহবুবুল আলম, কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী সাবেক ছাত্রনেতা এইচ এম ইমদাদুল হক, সহ-সেক্রেটারী ইসরাঈল আশেকী মাগফুর, কর্মপরিষদ সদস্য মাওলানা রুহুল আমিন, মাওলানা আনোয়ারুল ইসলাম, দেবহাটা উত্তর শাখার ছাত্রশিবিবের সভাপতি রোকনুজ্জামান রোকন প্রমুখ।
এ নির্বাচনী পথসভায় জামায়াতে ইসলামী নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ জনগণও স্বতঃস্ফ’র্তভাবে অংশগ্রহণ করেন।