
প্রধান প্রতিবেদক: সাতক্ষীরা আগরদাড়ী আমিনিয়া মহিলা দাখিল মাদ্রাসায় বিনামূল্যে নতুন বই বিতরণ উৎসবের নামে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। নতুন বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই বিতরণ উৎসবের নামে টাকা আদায়ের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সূত্র জানায়, ১-৫ শ্রেনী পর্যান্ত প্রত্যেক শিক্ষার্থীর থেকে ১০ টাকা এবং ৬-১০ শ্রেনী পর্যান্ত প্রত্যেক শিক্ষার্থীর থেকে ২০ টাকা আদায় করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক জানান, বই বিতরনে অর্থ আদায়ের ঘটনা সত্য। প্রতিষ্ঠানের সভাপতি ও ভারপ্রাপ্ত সুপার হাবিবে কিবরিয়ার নির্দেশে টাকা নেওয়া হয়েছে এবং পুরো টাকার হিসাব প্রতিষ্ঠানের কম্পিউটার শাখার সহ শিক্ষিকা শাহানারা ছিদ্দিকার কাছে আছে। তথ্য অনুসন্ধানে বেরিয়ে আসে প্রতিষ্ঠানটির নানা অনিয়মের সব তথ্য।
সরজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায় প্রতিষ্ঠানের ম্যনেজিং কমিটির সভাপতি, সদস্য ও শিক্ষকেরা ভুরিভোজে ব্যাস্ত। শিক্ষার্থীরা ক্লাসরুমের বারান্দায় দাড়িয়ে কেউ মাঠে কেউ রাস্তায় কেউবা আবার ক্ষুনষুটিতে ব্যস্ত। যেখানে ক্লাস ১-৫ পর্যন্ত ৬৮ জনে ৬৮০ টাকা এবং ক্লাস ৬-১০ শ্রেনী পর্যান্ত ১৩৪ জনে ২৬৮০ সর্বমোট ৩৩৬০ টাকা প্রতিষ্ঠানের সভাপতি ও ভারপ্রাপ্ত সুপার হাতিয়ে নিয়েছেন।
১ জানুয়ারি সারাদেশে বই উৎসবের এক মাস আগে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কিছু নির্দেশনা দেয় শিক্ষা অফিস। যার মধ্যে ছিলো বই উৎসবের দিন কোন ধরনের অর্থ আদায় না করা।
এ বিষয়ে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সুপারের কাছে জানতে চাইলে তিনি স্কাউট ফি হিসেবে নেওয়া হয়েছে বলে জানান। এবং প্রতিষ্ঠানের কর্মচারিদের মাধ্যমে নগদ অর্থের দ্বারা প্রতিবেদককে সংবাদ প্রকাশ না করতে অপচেষ্টা করেন।
এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুনের কাছে জানতে চাইলে, বলেন এমন কোন বিষয় তিনি জানেন না এবং যদি এমন কোন ঘটনা ঘটলে প্রথমত টাকা ফেরত দেওয়ার জন্য তলব করা হবে এবং প্রতিষ্টানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরা জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার সাতক্ষীরা জেলায় মাধ্যমিক স্তরে জেলার চাহিদা অনুযায়ী ৩২ লাখ ৫৮ হাজার ৬৭০ পিচ বই এবং চাহিদা অনুযায়ী জেলায় প্রাথমিক স্তরের ৯ লাখ ৪৩ হাজার ২১৫ পিচ বই বিতরন করা হয়েছে।