
নিজস্ব প্রতিবেদক: আগরদাড়ী গ্রামের ঐতিহ্যবাহী সরদার বাড়ীর গোলাম রসুলের স্ত্রী কাজী সিরাজুম মুনিরা (৪৬) মৃত্যুবরণ করেছেন। ২ আগস্ট সকাল পৌনে দশটায় কুমিল্লা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ডায়াবেটিকস, কিডনি ও হার্টের রোগে ভুগছিলেন মুনিরা।
বাড়ীতে অসুস্থ্যতা বোধ করলে তাকে কুমিল্লা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে কুমিল্লা থেকে মনিরার লাশ নেয়া হচ্ছে গোলাম রসুলের গ্রামের বাড়ী আশাশুনি উপজেলার আগরদাড়ী গ্রামে। গোলাম রসুল সাতনদীকে জানিয়েছেন ফ্রিজিং গাড়ীতে লাশ রেখেই আজ ফজরের নামাজের পর নামাজে জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মরহুমা কাজী সিরাজুম মুনিরার স্বামী গোলাম রসুল একজন ঔষধ ব্যবসায়ী। কুমিল্লার বাদশা মিয়ার বাজারে রসুল মেডিকেল হল নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন গোলাম রসুল। কুমিল্লার এক স্কুলের শিক্ষিকা ছিলেন মুনিরা। তার বাবার বাড়ী যশোর। বৈবাহিক জীবনে গোলাম রসুল-মুনিরা দম্পতি নিঃসন্তান ছিলেন।
গোলাম রসুল আগরদাড়ী গ্রামের ঐতিহ্যবাহী সরদার বাড়ীর মোকছেদ আলীর পুত্র। তিনি কুমিল্লাতে বসবাস করেন। মরহুমার মৃত্যুতে সাতনদী সম্পাদক হাবিবুর রহমান, আগরদাড়ী গ্রামের শিক্ষক আশরাফ উদ্দীন, নজরুল ইসলাম, আবুল কাসেম, আব্দুল হান্নান, আবুল হাসান বাবলু শোক প্রকাশ করেছেন।