আহাদুর রহমান:
সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু। শনিবার বিকালে ইউনিয়নের আবাদেরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এসকল সামগ্রী বিতরণ করেন তিনি।
এসময় তিনি বলেন, সারা বিশ্ব এখন কঠিন সময় পার করছে । বাংলাদেশের অনেকেই আক্রান্ত হয়েছে। ইতোমধ্যে চিকিৎসক ও পুলিশ সদস্যসহ ২১৪ জন মানুষ মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে। কিন্তু এ সংকটে কর্মহীন হয়ে পড়া মধ্যম শ্রেণির মানুষ বিপাকে পড়েছেন। তাদের সহযোগিতা করার জন্য দেশ-বিদেশে অবস্থানরত বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের অর্থায়নে এ উপহার সামগ্রী (খাদ্য ও সামগ্রী) পৌছে দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন (সুজন), মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, আগরদাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান (হবি), সাধারণ-সম্পাদক বাবু তাপস কুমার, আবাদেরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ হোসেন প্রমুখ।