ফিরোজ হোসেন: আসন্ন আগামী ১১ই নভেম্বর ২০২১ সাতক্ষীরা সদর উপজেলার ১০ নং আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী শেখ শাহিদ দিন ব্যাপী নির্বাচনী গণসংযোগ করেছেন। বুধবার সকাল হতে দিনব্যাপী আগরদাড়ীঁ ইউনিয়নের ইন্দিরা গ্রাম, রামের ডাঙ্গা, নিহা, চুপড়িয়া, বালিডাঙ্গা, কাশেমপুর এলাকায় মটর সাইকেল প্রতিক নিয়ে মানুষের কাছে এ গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী গওছুল আজম, রবিউল ইসলাম, মুস্তাক হোসেন, মুজাহিদ, ছরোয়ার হোসেন, আনসার আলী, রফিকুল হাসান,রুহুল কুদ্দুস, বিল্লাল, হাফিজুল, আলতাফসহ মটরসাইকেল প্রতিকের কর্মী ও সর্মথকগন। এসময় শেখ শাহিদ তার মটর সাইকেল প্রতিক মানুষের হাতে হাতে পৌঁছে দিয়ে ১১ই নভেম্বর ভোট দেওয়ার আহবান জানান। জনগনকে আশ্বাস দেন তিনি নির্বাচিত হলে সরকারি সকল বরাদ্ধ সুষ্ঠুভাবে বন্টন করবেন ও কাজগুলো বাস্তবায়ন করবেন। সুখ দুঃখে মানুষের পাশে দাড়াবেন।