নিজস্ব প্রতিবেদক: আগামী ১১ নভেম্বর আসন্ন ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আখড়াখোলায় নৌকার প্রতীকের প্রার্থীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ই নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউপি নির্বাচনকে সামনে রেখে বিকালে আখড়াখোলা বাজারে ও বিহারীনগরে সন্ধায় ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও পুনরায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী আজমল উদ্দীনের বিশাল পথসভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানটি আখড়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুল রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ.লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহম্মেদ, বিশেষ অতিথি শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, জেলা আ.লীগের কার্যনির্বাহী সদস্য ও সদর উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আলহাজ্ব এস.এম. শওকত হোসেন, ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি আবু মোত্তালিব, সাধারণ সম্পাদক অমরেন্দ্রনাথ ঘোষ, প্রাক্তন শিক্ষক গোলাম মোস্তফা, সাংবাদিক ইয়ারব হোসেন, মোশাররফ হোসেন মুকুল প্রম‚খ।
এসময় বক্তারা বলেন, 'আজমল উদ্দিন সৎ যোগ্য ও নির্ভিক চেয়ারম্যান আমরা বিশ্বাস করি সে বিপুল ভোটে জয়যুক্ত হবেন। কারণ তার ভিতরে কোনো দ‚র্নীতি নেই। তিনি যোগ্য বলেই নৌকার মনোনয়ন দিয়েছেন। ইউনিয়নবাসীর শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে জয় যুক্ত করতে হবে। পথসভায় ইউনিয়ন ও ওর্য়াড আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে দলমত নির্বিশেষে শতশত কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলার আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাসান মাহমুদ রানা।