
জাতীয় ডেস্ক: বিএনপির পর এবার আওয়ামী লীগও তাদের সমাবেশের দিন পিছিয়েছে। শুক্রবার (২৮ জুলাই) যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ এই যৌথ শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে। বুধবার (২৬ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। তিনি বলেছেন, শুক্রবার পুরনো বাণিজ্যমেলার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।