স্পোর্টস ডেস্ক :
করোনাভাইরাস আতঙ্কে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কোনো কারণে অনুষ্ঠিত না হলে ভারত দুই হাজার কোটি রাজস্ব হারাবে।
আইপিএল বাতিল হলে ২০০০ কোটি রুপিরও বেশি রাজস্ব হারাবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ১০০ কোটি রুপি করে হারাবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দল। তবে এর জন্য কোনো ক্ষতিপূরণ পাবে না অংশগ্রহণকারী দলগুলো।
নীতা আম্বানি আরও বলেছেন, আইপিএল না হলে ফ্র্যাঞ্চাইজিরা কোনো ক্ষতিপূরণ পাবে না।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা বলেছেন, আমরা ভবিষ্যৎ জানি না, তারপরও বলছি, ধরুন যদি ভারতে করোনাভাইরাসের সমস্যা ঠিক হয়ে যায়। কিন্তু অন্য কোথাও ঠিক হলো না। তাছাড়া জাপান টোকিও অলিম্পিকের আয়োজক দেশ, তারা সেটাও পিছিয়ে দিয়েছে। এই মহামারি আইপিএলের চেয়েও অনেক বড়।