এস কে সিরাজ শ্যামনগর সাতক্ষীরা থেকে।।
প্রকাশ্যে আইনজীবী হত্যা ও দেশে নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বুধবার বিকালে সাতক্ষীরা শ্যামনগরে ছাত্রদলের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর বাস স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক পরিদক্ষিণ শেষে উপজেলা প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দিকী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আলম হোসেন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, যুগ্ন আহবায়ক আবু বক্কর ,যুগ্ম-আবায়ক বেলাল হোসেন, সদস্য মেহেদী হাসান, শ্যামনগর মহসিন ডিগ্রী কলেজের ছাত্রদলের আহবায়ক আরিফুজ্জামান উজ্জ্বল, ছাত্রনেতা আলামিন, রিপন, খাইরুল, মাসুদ, শিশির মেহরাব, ফরিদ প্রমুখ।
আইনজীবী হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ সমাবেশ
পূর্ববর্তী পোস্ট