
নজরুল ইসলাম, শ্যামনগর থেকে: শ্যামনগরে ২১ শে সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস ও ২ অক্টোবর বিশ্ব অহিংস দিবস উপলক্ষে পক্ষকাল ব্যাপী প্রচারাভিযানের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে পিস কনসোর্টিয়াম প্রকল্পের আওতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা লতিফুল হাসান, সুন্দরবন এ্যাপোলো হাসপাতালের পরিচালক ডাঃ শাহজাহান সিরাজ, সাংবাদিক শেখ ফারুক হোসেন, রূপান্তর কর্মী তৌহিদ জামান সহ উপজেলার ১২টি ইউনিয়নের পিসক্লাবের সভাপতি/ সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সেরা ফটোগ্রাফি প্রতিযোগিতায় জান্নাতুল নাঈম ও কবিরুল ইসলাম পুরষ্কৃত হন। সমগ্র অনুষ্টানটি পরিচালনা করেন রূপান্তর কর্মী মোঃ আব্দুল হান্নান।