
নিজস্ব প্রতিবেদক: যার যার ধর্ম সে সে পালন করবে তবে উৎসব সবাই পালন করতে পারে। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মান করাই দেশরতœ শেখ হাসিনা উদ্দেশ্য। আমাদের প্রতিটি আওয়ামী লীগের নেতা কর্মীর দায়িত্ব প্রতিটি পূজা মন্ডপ যাতে সুন্দর করে পরিচালিত হয় সেই জন্য সহযোগিতা করা।
বৃহস্পতিবার সন্ধ্যায় মাহা নবমীর দিনে অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি নিজ নির্বাচনী এলাকা আশাশুনি উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন কালে উপরোক্ত কথা গুলো বলেন। তিনি আরও বলেন, কোন বিচ্ছিন্ন ঘটনা কোন ভাবেই মেনে নেওয়া হবে না। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, পূজা সুন্দর ও শান্তি পূর্ণ ভাবে শেষ করতে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আমি এ আশা করি।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতে এসে এদিন সন্ধ্যা থেকে উপজেলার হাড়িভাঙ্গা সার্বজনীন দূর্গা মন্দির, আশাশুনি সদর দূর্গা মন্দির, গোয়ালডাঙ্গা সার্বজনীন দূর্গা মন্দির, মহেশ্বরকাটী সার্বজনীন দূর্গা মন্দির, বুধহাটা কাছারী বাড়ি সার্বজনীন দূর্গা মন্দির, কচুয়া ঘোষ পাড়া দূর্গা মন্দির, কুল্যা আশ্রম মন্দির, হাজিপূর সার্বজনীন দূর্গা মন্দির, বদরতলা সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন ও মতবিনিময় করেন তিনি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাংসদ প্রতিনিধি শম্ভুজিত মন্ডলের সার্বিক ব্যবস্থাপনায় ভিন্ন ভিন্ন মন্দির পরিদর্শন কালে ডাঃ আফম রুহুল হক এমপি’র একমাত্র পুত্র ইঞ্জিনিয়ার জিয়াউল হক সুমন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নীল কন্ঠ সম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসেইন খান, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরীম মুন্সি, আশাশুনি থানা ইন্সপেক্টর তদন্ত বিশ্বজিৎ অধিকারী,
কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এনামুল হক ছোট, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. শহিদুল ইসলাম পিন্টু, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোকন, তুফান, তারিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ডালিম, শেখ মিরাজ আলী, আব্দুল আলিম মোল্যা, দিপংকর সরকার দ্বীপ, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, প্রভাষক দিপংকর বাছাড় দীপু, আলাউদ্দিন লাকিসহ ইউপি চেয়ারম্যান বৃন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।