সাতনদী ডেস্ক: ১৫ আগস্ট বাঙালীর ইতিহাসে অত্যন্ত বেদনা বিধুর একটি দিন বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাব আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত, অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চেয়েছিলেন। মাত্র সাড়ে ৩ বছর ক্ষমতায় থাকায় তিনি সেই রূপরেখা প্রণয়ন করলেও সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারেন নি। দীর্ঘ ২১ বছর আওয়ামী লীগ ক্ষমতায় না থাকার কারণে সে উন্নয়ন বাধাগ্রস্থ হয়। পরবর্তীতে ১৯৯৬ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা ক্ষমতায় আসি।” সাতক্ষীরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আমি আজকে এই প্রোগ্রামের জন্য সাতক্ষীরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।” বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করারও আহবান জানান তিনি।
সাতক্ষীরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য তুহিনের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান আশিক, দৈনিক সাতক্ষীরা সংবাদের সম্পাদক মোঃ শাহ আলম, ফিরোজ আহমেদ। এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম। পরে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এর আগে সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমানের নেতৃত্বে প্রেসক্লাবের পক্ষ থেকে খুলনা রোড মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, আইয়ুব হোসেন রানা, সদস্য মোঃ আব্দুর রশিদ, রুবেল হোসেন, হাবিবুর রহমান বাবু, ঈমান আলী, আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।