
দেবহাটা সংবাদদাতা: শৈত্যপ্রবাহ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। তীব্র শীতে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। গত কয়েক দিনের টানা শৈত্যপ্রবাহ আর ঘনকুয়াশায় চরম বেকায়দায় পড়েছে দরিদ্র পরিবারের মানুষ। অভাবের তাড়নায় অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষদের খড়কুটো জ্বালিয়ে কোনোমতে শীত নিবারণ করতেও দেখা গেছে। হিমেল হাওয়ায়, কাপড়ের অভাবে দেহে কাঁপন ধরেছে। এমন অবস্থায় সেসব দরিদ্র মানুষদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা। দরিদ্র এসব মানুষের পাশে দাঁড়িয়েছে আলফা। বৃহস্পবার সকালে দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের গুচ্ছ গ্রাম এলাকায় ২শত শীতার্ত মানুষের শীতের চাদর বিতরণ করেছেন।
বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা বলেন, ব্যক্তিগতভাবে আমি যে কোনো ভালো কাজের সঙ্গে থাকতে আনন্দবোধ করি। অসহায় মানুষের পাশে সর্বক্ষণ থাকতে চাই। চাদর বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পারুলিয়া ইউপি সদস্য মোকারম সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।