স্টাফ রিপোর্টার: অসহায় শিক্ষার্থীর পড়াশুনার জন্য প্রধানমন্ত্রী পক্ষে আর্থিক সহায়তা প্রদান করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু। রোববার রাতে সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল ইসলামপুরে স্ত্রী ও সন্তানদের রেখে নিরুদ্দেশ হওয়া পরিবারের স্কুল ছাত্রী সুমি পারভীনকে পড়াশোনার জন্য পাঁচ হাজার টাকা অনুদান প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবু নারায়ণ চন্দ্র, সাবেক জেলা ছাত্রলীগ নেতা রকিব হোসেনসহ দারিদ্র্য ছাত্রীর পরিবারের সদস্যরা।