
আব্দুর রশিদ: মিষ্টি কথায় আরব গলফে পাঠানোর কথা অসংখ্য মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়েছে কলারোয়ার ছলিমপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে মাহবুবর রহমান মিঠু। নিজেকে বড় মাপের আদম ব্যবসায়ীর পরিচয় দিয়ে এসব অপকর্ম করে বেড়াচ্ছে সে।
সাতক্ষীরা ইটাগাছার নজরুল ইসলাম জানান বছর দুই পূর্বে আমার ছেলেকে বিদেশে পাঠানোর কথা বরে দুই লক্ষ ষাট হাজার টাকা নিয়েছে। টাকা পাওয়ার পর যোগযোগ বন্ধ করে দেয় মাহবুবর রহমান মিঠু। পরে বিভিন্ন মাধ্যমে তার খোঁজ খবর নিয়ে দেয়ারা ইউনিয়ন পরিষদে শালিষ হয়। সেখানে চেয়ারম্যানের উপস্থিতিতে টাকা ফেরৎ দেয়ার অঙ্গীকার কিছু পথ খরচ দিয়ে তাদের বিদায় করে সে। পরবর্তীতে টাকা চাইলে বিভিন্ন ভাবে হয়রানি শুরু করে। একাধীক ব্যক্তির কাছ থেকে টাকা নিতে সিকিউরিটি বাবদ কয়েকটি চেক দেন। টাকা না দেয়ায় সেসব চেকে মামলাও চলমান আছে। তবে সহজ সরল নজরুল বুঝতে না পারায় তাকে কোন চেক দেয়া হয়নি। এদিকে নজরুলের মত যারা চেক না নিয়ে লেনদেন করেছে তারা টাকা চাইলে মিঠু তাদের চাঁদাবাজির মামলা অথবা প্রাননাশের হুমকি দেয়া হয়েছে মর্মে থানায় সাধারণ ডাইরি করে। এভাবেই একের পর এক অপকর্ম করে যাচ্ছে মাহবুবর রহমান মিঠু। এদিকে সম্প্রতি বিদেশে পাঠানোর নামে সাতক্ষীরা সদরের আলিপুরে একজনের কাছ থেকেও তিন লাখ টাকা নিয়েছে মিঠু। এমন প্রতারকের হয়রানির হাত থেকে বাঁচতে ভুক্তভোগীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।