
নিজস্ব প্রতিবেদক: অর্থ সহায়তা ও ত্রাণের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন করেছে পরিবহন শ্রমিকরা। করোনাকালে গনপরিবহন চালু না থাকায় সাতক্ষীরায় মটর শ্রমিকরা আর্থিক অনটনের মুখে পড়েছেন। তারা এখন অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন। এমন অবস্থায় অনতিবিলম্বে সাতক্ষীরার ৩ হাজারেরও বেশী পরিবহন শ্রমিককে এককালীন আর্থিক অনুদান ও ত্রাণ দেওয়ার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।
মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহরের বাস টার্মিনালে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে এসব কথা বলেন তারা। তারা আরও বলেন, শ্রমিক ইউনিয়নের তহবিলে পর্যাপ্ত টাকা রয়েছে। এই টাকা থেকে সাধারন শ্রমিকদের মধ্যে অনুদান হিসাবে দেওয়া যায়। এ প্রসঙ্গে তারা সরকারের দৃষ্টি আকর্ষন করেন।
জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ মাখছুর রহমান, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবলু, সাবেক সভাপতি মীর মনিরুজ্জামান মনি, শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মহব্বত, শ্রমিক নেতা জুলফিকার হোসেন সবুজ, মোঃ সাইফুল ইসলাম, লিয়াকত হোসেন, মশিউর রহমান, আব্দুস সালাম, শেখ শফিউল ইসলাম, সিরাজুল ইসলাম, মিরাজুল ইসলাম, মোরশেদ হোসেন প্রমূখ।