লিটন ঘোষ বাপি, দেবহাটা: দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী সখিপুর মোড় পাঞ্জেগানা মসজিদ নির্মাণ কাজ অর্থের অভাবে বন্ধ আছে। পাঞ্জেগানা এই মসজিদটি সময়োপযোগী না হওয়ার কারণে শত শত ধর্মপ্রাণ মুসল্লী ঝুঁকি নিয়ে নামাজ আদায় করে আসছিলেন। সময়ের সাথে সাথে মুসল্লির সংখ্যা বৃদ্ধি ও সাতক্ষীরা - কালিগঞ্জ মেইন রোডের ধারে হওয়ায় জায়গা স্বল্পতার কারণে এক পর্যায়ে মসজিদ কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মতামতের ভিত্তিতে মসজিদটি ভেঙ্গে পুনরায় আরো বড় পরিসরে নির্মাণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু মসজিদটির ভিত পর্যন্ত নির্মাণ করার পর অর্থাভাবে আর নির্মাণ কাজ এগোতে পারেনি এবং কাজটি বন্ধ হয়ে যায়। একদিকে জায়গা সংকট ও নানা দুর্ভোগের মধ্য দিয়ে রোদ বৃষ্টিতে ভিজে মুসল্লিদের নামাজ আদায় করতে হচ্ছে। যা অত্যন্ত বেদনাদায়ক। তাছাড়া এ যাবত সরকারি বা বেসরকারি ভাবে মসজিদ উন্নয়নে কোন আর্থিক সহযোগিতা পাওয়া যায়নি। মুসল্লি লুৎফর রহমান জানান, ঐতিহ্যবাহী এই মসজিদে দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ আদায় করতে আসে তাছাড়া ধর্ম প্রচার প্রসারের জন্য মসজিদে অবস্থান করার ব্যবস্থা ছিল। মসজিদ কমিটির সভাপতি মোখলেছুর রহমান জানান, আমরা মসজিদটি ১ তলা বিশিষ্ট আধুনিক মডেল মসজিদ নির্মাণ করার পরিকল্পনা হাতে নিয়ে কাজ শুরু করি কিন্তু অর্থের অভাবে নির্মাণ কাজ শেষ করতে পারছি না। দেবহাটা উপজেলার প্রানকেন্দ্র সখিপুর মোড়ে মসজিদের অবস্থান হবার কারণে চতুর্দিক থেকে লোকের সমাগম হয় এবং মসজিদটায় মুসল্লীরা নামাজ আদায় করে থাকে। মসজিদ নির্মাণে সরকারি- বেসরকারি ভাবে আর্থিক সহযোগীতা ছাড়া এতো বড় কাজ সম্পন্ন সম্ভব নয়। তাই সরকারি-বেসরকারি এবং দানবীর মানুষের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছে মসজিদ কমিটি। আর্থিক সাহায্যের জন্য সভাপতি- ০১৩১৬৬৭০৯৪৯, সাধারণ সম্পাদক ০১৯৩৬০২৫৭