
নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে বালু কাটার অপরাধে যুবলীগ নেতা ও আল ফেরদাউস আলফার বালু মহালের ম্যানেজার রাসেল আমিনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রাসেল আমিন(৩২) দেবহাটা উপজেলার দক্ষিন পারুলিয়া গ্রামের মৃত নুর মোহাম্মদ মোল্লার ছেলে।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এই আদেশ প্রদান করেন। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, অবৈধভাবে ইছামতি নদী থেকে বালু কাটার অপরাধে ঘটনাস্থল থেকে আটককৃত রাসেল আমিনকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (গ) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।