
সরদার আবু সাইদঃ সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের পুটিমারি সরকারি খালে স্থানীয় ভূমিদস্যুরা অবৈধ দখলের মাধ্যমে নেটপাটা দিয়ে মাছ চাষ করায় স্বাভাবিক পানি প্রবাহে বাধা, পানি নিষ্কাশনে অসুবিধা, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, চাষাবাদে সমস্যার কারণে ওই অঞ্চলের মানুষেরা নানা ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। এবং প্রায় ৩হাজার বিঘা জমির ফসল নষ্ট হওয়া সম্ভবনা রয়েছে। এ অবস্থায় দখলদারদের অবৈধ খাল দখল উচ্ছেদের মাধ্যমে খালমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
সোমবার দুপুর ১১টায় প্রথমে সদর উপজেলা ভূমি অফিস ও পরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ১২টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সড়কে ২ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে থেকে বক্তব্য রাখেন, ধুলিহর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য বিপ্লব মন্ডল।
তিনি বলেন, সাতক্ষীরা সদরের অন্যতম একটি জনপদ ধুলিহর ইউনিয়ন। এই ইউনিয়নের উপর দিয়ে বয়ে গেছে পুটিমারি খাল। কিন্তু বিগত দিনে ক্ষমতার দাপটে স্থানীয় ভূমিদস্যু গুনারাকাটি গ্রামের সেলিম রেজা, আলিম রেজা, মোঃ আলাউদ্দিন ঢালী, ময়রুদ্দীন ঢালী। আহসানডাঙ্গা গ্রামের বিধান মন্ডল, সম্ভু চরণ মন্ডল। দৌলতপুর গ্রামের মোঃ আবু বকর সিদ্দিক ও তুষার। দৌলতপুরের রবিউল ইসলাম ওরফে লালু মাস্তান। সরকারি পুটিমারি খাল সম্পূর্ণ অন্যায় ও অবৈধভাবে গায়ের জোরে দখল করে অবৈধ নেটপাটা দিয়ে মাছ চাষ করছে। এতে স্থানীয় এলাকায় স্বাভাবিক পানি প্রবাহে বাধা, পানি নিষ্কাশনে অসুবিধা, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, চাষাবাদে সমস্যার কারণে স্থানীয় লোকজন নানা ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ইউপি সদস্য বিপ্লব কুমার মন্ডল আরো বলেন, কোন প্রকার বৈধ কাগজপত্র না থাকলেও কিভাবে তারা সরকারি খাল অবৈধভাবে দখল করে রাখে সেটা নিয়ে আমরা চিন্তিত আমরা দ্রুত এসব ভূমিদস্যুদের হাত থেকে মুক্তি চাই।
এসময় এলাকাবাসীর পক্ষে ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বাবু সানা বলেন, বর্তমান সাতক্ষীরা জেলা প্রশাসক মহাদয় অবৈধ খাল দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে আসছে। আমাদের দাবি এই প্রক্রিয়ার মাধ্যমে ধুলিহর ইউনিয়নের সরকারি পুটিমারি খাল দখল মুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে যেনো দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হয়।