রুবেল হোসেন: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতা কমরেড রুহিন হোসেন প্রিন্স অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহবান জানিয়েছেন। বুধবার (২২ জানুয়ারি) খুলনা রূপসার দাদা-ম্যাচ ফ্যাক্টরির সামনে থেকে শিববাড়ি মোড় পর্যন্ত খুলনা জেলা কমিউনিস্ট পার্টি আয়োজিত পদযাত্রা ও গণসংযোগে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
খুলনার শিল্পাঞ্চল ধ্বংসের সমালোচনা করে কমরেড প্রিন্স বলেন, অতীতের সরকারগুলো খুলনাকে শিল্পহীন নগরীতে পরিণত করেছে। দক্ষিণাঞ্চলের পরিবেশবান্ধব উন্নয়ন প্রকল্প গ্রহণ করার মাধ্যমে পরিবেশবান্ধব উন্নয়নের যে সম্ভাবনা ছিল তা কাজে লাগানো হয়নি। বিভিন্ন সময় নানা প্রকল্পের নামে লুটপাট অব্যাহত রাখা হয়েছে। রাস্তাঘাট উন্নয়নের নামে দীর্ঘদিন ধরে ভাঙ্গাচোরা রাস্তার মধ্যেই নগরবাসী বসবাস করছে। এ অঞ্চলের গরিব-মেহনতি মানুষের কোনো উন্নয়ন ঘটেনি। বস্তি আর রাস্তায় হকারের সংখ্যা কমছে না। রিকশা-অটোরিকশা চালিয়েই জীবন রক্ষার চেষ্টা করছে অনেকে, অথচ যাত্রী পাচ্ছেন না।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত দিনে পরিবারতন্ত্র, গোষ্ঠীতন্ত্র আর কর্তৃত্ববাদী গোষ্ঠীর কাছে পুরো দেশবাসীর মত এ অঞ্চলের মানুষও জিম্মি ছিল। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে এ অবস্থার আপাতত অবসান হলেও এর স্থায়ী সমাধান করতে খুলনাবাসীকে সচেতন ও সংগঠিত হতে হবে।
তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়া চলবে। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করা দরকার ততটুকু করা অন্তবর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব। তিনি অবিলম্বে সকলের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি এবং সারাদেশে রেশন ব্যবস্থা ও ন্যায্য মূল্যের দোকান চালুর দাবি জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পার্টির খুলনা জেলা কমিটির সভাপতি ডা.মনোজ দাস, সাধারণ সম্পাদক এস এ রশিদ, সহকারী সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, উদীচীর সহ সভাপতি সুখেন রায়, বীর মুক্তিযোদ্ধা তরুণ সরকার প্রমুখ।
পদযাত্রা ও গণসংযোগে নেতৃবৃন্দ পার্টির প্রচারপত্র বিতরণ করেন এবং সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।
আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত খুলনা শহরসহ বিভিন্ন উপজেলায় পদযাত্রা ও গণসংযোগ চলবে। সিপিবি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এসব কর্মসূচিতে অংশ নেবেন।