সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: আশাশুনি উপজেলা কুল্যায় গুনাকরকাটি ব্রীজ সংলগ্ন স্থানে অবাধে বিক্রি হচ্ছে বেতনা নদী খননের মাটি। প্রশাসন নীরব, দেখে মনে হচ্ছে দেখার যেন কেউ নেই। প্রভাবশালীনেতারা দিনে ও রাতে মাটি বিক্রি অব্যহত রেখেছে। কেউ আবার পানি উন্নয়ন বোর্ড থেকে ৪০ হাজার ফুটের অর্ডার নিয়ে লক্ষ লক্ষ ফুট মাটি বিক্রি করছে। কিন্তু তাদের রুখবে কে? এমন প্রশ্ন স্থানীয় সচেতন মহলের। কেউ ভাটায় মাটি বিক্রি করছে। জানাযায় বিভিন্ন মহলে মোটা অংকের টাকা দিয়ে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে কুল্যা গুনাকরকাটি ব্রীজ সংলগ্ন স্থানে গেলে দেখা যায় ব্রীজের পাশে বেকু দিয়ে মাটি কেটে ডাম্পার গাড়িতে ভরে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। কয়েকটি ডাম্পার গাড়ি লাইন দিয়ে মাটি নিচ্ছে। এসব ডাম্পার গাড়িতে মাটি বহনের ফলে রাস্তা ক্ষতিগ্রস্থ হচ্ছে। স্থানীয়রা জানায় কিছুদিন আগে বৃষ্টির ফলে রাস্তায় কাঁদা থাকায় সড়কে দুর্ঘটনা ঘটেছে। তথ্যঅনুসন্ধানে জানা যায় মাটির অর্ডার নিয়েছে ৪০ হাজার ফুট। কিন্তু বিক্রি হয়েগেছে লক্ষাধিক ফুট মাটি। এখনও মাটি বিক্রি অব্যহত আছে। প্রতি ডাম্পার মাটি বিক্রি হচ্ছে ৯০০/১০০০ টাকায়। দুরে গেলে দাম বেশি। এবিষয়ে কুল্যা ইউপি চেয়ারম্যান ওমরছাকি পলাশের সাথে কথা বললে তিনি জানান আমি প্রশাসনকে জানিয়েছি। এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের এসও সাদিউরের সাথে কথা বললে তিনি জানান আমরা অর্ডার দিয়েছি। কিন্তু কম মাটির অর্ডার নিয়ে বেশি মাটি বিক্রির বিষয়ে তিনি কোন উত্তর দেননি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুরের সাথে কথা বললে তিনি জানান তারা অর্ডার নিয়েছে, পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেন। রাস্তা ক্ষতিগ্রস্থ হলে চেয়ারম্যানকে জানান। এবিষয়ে এলাকাবাসি জেলা প্রশাসকসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।