
বিনোদন ডেস্ক:
সম্প্রতি দেশে বলিউডের ‘পাঠান’ সিনেমার মুক্তির আভাসে প্রেক্ষাগৃহ নিয়ে সংকটে পড়েছিল নির্মাতা খিজির হায়াত খানের পরিচালিত সিনেমা ‘ওরা ৭ জন’। প্রেক্ষাগৃহ পাওয়া যাবে কি যাবে না, সেই শঙ্কা কাটিয়ে অবশেষে শুক্রবার ২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মুক্তিযুদ্ধের গল্পের এই সিনেমাটি।
সিনেমাটির সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের ২৬ টি প্রেক্ষাগৃহ মুক্তি পেতে যাচ্ছে মুক্তি পাবে ‘ওরা ৭ জন’। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেক্ষাগৃহের তালিকাও প্রকাশ করেছে সিনেমাটির কলাকুশলীরা।
১৯৭১ সালের প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের একটি ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ওরা ৭ জন। মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টরে ঘটে যাওয়া কিছু ঘটনা পরিচালক সিনেমায় তুলে আনতে চেয়েছেন।
সিনেমার নাম ‘ওরা ৭ জন’ হওয়ার কারণ ব্যাখ্যা করে এর আগে খিজির হায়াত বলেছিলেন, ‘মুক্তিযুদ্ধের সঙ্গে ৭ সংখ্যাটা বেশ গুরুত্বপূর্ণ। যেমন- ৭ জন বীরশ্রেষ্ঠ, ৭ মার্চ। আমার সিনেমায় অনেক অভিনয়শিল্পী থাকলেও ৭ জনের ভূমিকা বা ৭ জনের মাধ্যমে গল্পটি এগিয়ে যাবে।’
সিনেমায় চিকিৎসকের চরিত্রে দেখা যাবে ইন্তেখাব দিনারকে। ইমতিয়াজ বর্ষণ আছেন সোলাইমান কাজীর চরিত্রে। সাব-ইন্সপেক্টর শাফির চরিত্রে সাইফ খান, পাকিস্তানি মেজর শাহরিয়ারের চরিত্রে হামিদুর রহমান, নাফিস আহমেদের চরিত্রের নাম সুমিত।
জয়রাজকে দেখা যাবে চেয়ারম্যান আওয়ালের ভূমিকায়। শাহরিয়ার ফেরদৌস সজীব থাকছেন সার্জেন্ট মুক্তাদিরের ভূমিকায়। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। তার চরিত্রের নাম অর্পণা সেন।