সিরাজুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধিঃ অবশেষে ১লা সেপ্টেম্বর হতে সুন্দরবনে প্রবেশের অনুমতি পেলো বনজীবিরা। এ খবর ছড়িয়ে পড়লে মুহুত্বের ভিতরে উল্লাশে ফেটে পড়ে সুন্দরবনের উপর নির্ভরশীল বনজীবিরা। সম্প্রতি সুন্দরবনে এক শ্রেণির অসাধু চক্ররা বিষ প্রয়োগ করে মৎস্য নিধন করায় গত ১৫ জুলাই থেকে সুন্দরবনে সরকারিভাবে বনজীবিদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় অসহায় বনজীবিরা জীবন জীবিকার তাগিদে দিশেহারা হয়ে মঙ্গলবার (২০ আগষ্ট) সকালে হাজার হাজার বনজীবিরা সুন্দরবনে প্রবেশের অনুমতির দাবীতে মানববন্ধন ও বন অফিস ঘেরাও করে। বিষয়টি কদমতলা স্টেশন কর্মকর্তা নুরুল আলম তাৎক্ষনিক বন বিভাগের উর্দ্ধত্মন কর্তৃপক্ষের অবহিত করলে মুহুর্তের মধ্যে আগামী ১লা সেপ্টেম্বর থেকে পূর্বের ন্যায় বনজীবিদের সুন্দরবনে প্রবেশের অনুমতি দিয়েছে বিভাগীয় বনকর্মকর্তা বসিরুল আল মামুন। এ তথ্য নিশ্চিত করেছে কদমতলা স্টেশন কর্মকর্তা নুরুল আলম। খবরটি ছড়িয়ে পড়লে হাজার হাজার জেলেবাওয়ালীদের মধ্যে শস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।