মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের দীর্ঘ প্রতিক্ষীত কুলতলী খাল খননের কার্যক্রম অবশেষে শুরু হয়েছে। মঙ্গলবার বেসরকারি উনয়ন সংস্থা সিএনআরএস- এর উদ্যোগে সকাল থেকে কুলতলী খাল খননের জন্য ডিজাইন মাপ শুরু হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সিএনআরএস, পিন্টু গুহ, জি এম নজরুল ইসলাম, আব্দুল মজিদ, আবুল হোসেন সহ কুলতলী খাল পাড়ে জমির মালিক গন। উল্লেখ্য এক কলোমিটার ব্যাপি কুলতলি খাল খননে পানি সংরক্ষণ করে কৃষকরা নিজের জমিতে ধান, গম, ভুট্টা ও রবিশস্য ফলিয়ে তাদেরকে স্বনির্ভর করে ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়তে পারবে। খাল খননের কাজ শুরু হওয়ায় জনমনে আশা ও স্বস্তি ফিরে এসেছে।