দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খাঁন বলেছেন, ভূমিদস্যু, সন্ত্রাসী ও অপরাধীদের কোন দল নেই। তারা দেশ ও জনগনের শত্রু। এসকল সমাজ বিরোধীদের দমনে পুলিশ সর্বদা তৎপর। তিনি ভূমিহীন জনপদকে শান্তিতে রাখার জন্য এলাকার সকল মানুষদের সহযোগীতা কামনা করেন এবং অতি দ্রুত উক্ত এলাকায় একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে বলে জানান। দেবহাটা উপজেলার ভূমিহীন জনপদ খলিশাখালীতে ভূমিদস্যু, মাদক, সন্ত্রাস, চাদাবাজ ও চোরাচালান বিরোধী বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুকিত হাসান খাঁন উপরোক্ত কথাগুলো বলেন। বৃহস্পতিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দেবহাটা থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রাজিব হোসেন রাজু, জমির মালিকদের মধ্যে ডা.নজরুল ইসলাম, আব্দুল মজিদ, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই লেলিন বিশ্বাস প্রমুখ।