প্রেস বিজ্ঞপ্তি:
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিজিবির অভিযানে ১ ট্রাক অপদ্রব্য পুশকৃত বাগদা ও সাদা মাছ আটক করে। পরবর্তীতে আটককৃত মাছগুলি নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ আহমেদ, সাতক্ষীরা সদর থানা, মোঃ শফিকুল ইসলাম, সিনিয়র বৈজ্ঞানিক মৎস কর্মকর্তা, সাতক্ষীরা এবং বিজিবি’র সমন্বয়ে গঠিত পর্ষদ কর্তৃক সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষা করতঃ ৪০৫ কেজি বাগদা চিংড়ি মাছে অপদ্রব্য পুশ সনাক্ত করে; যার মূল্য ৪,০৫,০০০/- টাকা। উক্ত অপদ্রব্য পুশকৃত মাছগুলো মানবদেহের জন্য ক্ষতিকর বিধায় টাস্কফোর্স কর্মকর্তাদের নির্দেশক্রমে পুঁড়িয়ে ধ্বংস করা হয়। এ সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ট্রাক ড্রাইভারকে ৫০,০০০/- টাকা জরিমানা করেন। সর্বমোট সিজার মূল্য ৪,৫৫,০০০ ( চার লক্ষ পঞ্চান্ন হাজার)। উল্লেখ্য, অপদ্রব্য পুশব্যতীত সাদা মাছ ট্রাকসহ ছেড়ে দেয়া হয় ।