তালা অফিস থেকে নজরুল ইসলাম: সাতক্ষীরা জেলার গ্রামীণ সড়ক, সেতু, কালভার্ট, বাজার ও বিভিন্ন জনসেবামূলক অবকাঠামো উন্নয়নে ১,৯৩০ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প একনেকে অনুমোদন পেয়েছে। যোগাযোগ সমস্যার সমাধান ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে স্থানীয় মহল।
সাতক্ষীরা জেলাকে এই প্রথম উন্নয়ন প্রকল্পের আওতায় অন্তুভুক্ত করে অবহেলিত অবকাঠামো উন্নয়নে একনেকে ইতিমধ্যে সর্বোচ্চ বরাদ্দ অনুমোদন হয়েছে। এই অনুমোদনের ক্ষেত্রে যার অবদানে এটি সম্ভব হয়েছে তিনি হলেন সাতক্ষীরা জেলার কৃতি সন্তান, বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসনিক প্রধান বর্তমান ২৫তম ক্যাবিনেট সচিব ড. শেখ আব্দুর রশীদ সাহেব। ড. রশীদ ৫ মে ১৯৫৭ সালে কালিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় তিনি যশোর বোর্ড মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর, নেদারল্যান্ডের দি হেগে অবস্থিত ইন্সটিটিউট অব সোশ্যাল স্টাডিজ থেকে পাবলিক পলিসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে এমএ এবং ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
১৯৮২ সালের বিসিএসে তিনি সম্মিলিত মেধাতালিকায় ৪র্থ এবং প্রশাসন ক্যাডারে ১ম স্থান অর্জন করেন। কর্মজীবনে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ও মহাপরিচালক, পেট্রোবাংলার চেয়ারম্যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ড. শেখ আব্দুর রশীদ আজ দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদে থেকে অনুন্নত অবহেলিত নিজ জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে একদিকে গর্বিত করেছেন সাতক্ষীরাবাসীকে অপরদিকে সাতক্ষীরা বাসীর নিকট তিনি স্মরনীয় হয়ে থাকবেন আজীবন।