নিজস্ব প্রতিবেদক: সৎসঙ্গের প্রাণপুরুষ যুগপুরুষোত্তম্ পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের শুভ ১৩৬তম আবির্ভাব দিবস স্মরণ মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ জেলা শাখার অয়োজনে রবিবার সকাল ১১টায় সদর উপজেলার মাগুরা, দাশপাড়া সৎসঙ্গ শ্রীমন্দির অঙ্গনে সাধারণ ধর্ম সভা ও সংগীতাঞ্জলী অনুষ্ঠিত হয়। অসিত কুমার মন্ডল এসপিআর’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, সাতক্ষীরা জেলা সৎসঙ্গ কমিটির প্রধান উপদেষ্টা জেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. আনীত মূখার্জী, কাটিয়া সার্বজনীন পূজা মন্দিরের উপদেষ্টা সংকর কুমার রায়, পলাশপোল সার্বজনীন পূজা মন্দির কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার বসু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক সুকৃতি কুমার রায়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু কল্যান ট্রাষ্টের সহকারি পরিচালক অপূর্ব আদিত্য, ইঞ্জি. সৌমেন ঘোষ, অরবিন্দ চন্দ্রসহ ভক্তবৃন্দ। অনুষ্ঠানে প্রথম পর্বে সাধারণ ধর্ম সভা শেষে সংগীতাঞ্জলী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন টিভিশিল্পী রথীন মিত্র।