
আতিয়ার রহমান, মণিরামপুর: অনিয়ম-অসংগতি পাওয়ায় মণিরামপুরের মনোয়ারা ক্লিনিকে কার্যক্রম স্থগিত করে দিয়েছে যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তিনি আকর্ষিক ভাবে অভিযান চালান ওই ক্লিনিকে। এ সময় তিনি বিভিন্ন অনিয়ম, অসংগতি দেখতে পান। এ সময় তিনি ক্লিনিকে যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেন।
সংশ্লিষ্ট সূত্র মতে, সিভিল সার্জনের অভিযানের সময় ওটিতে সেলিনা খাতুন নামের এক গৃহবধূর অপারেশনের কাজ চলছিলো। এসময় সিভিল সার্জন ওটিতে ডিপ্লোমা নার্স বা কোন সার্জন না পাওয়ায় তিনি নিজেই উপস্থিত থেকে ওই গৃহবধূর অপারেশন শেষ করে ওটি সিলগালা করে দেন। এছাড়া ক্লিনিকটিতে ১০টি বেডের পরিবর্তে ১৮টি বেডসহ নানা অসংগতি পাওয়ায় সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সূত্র থেকে। অভিযানকালে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন সাহিনুর সামাদ, প্রশাসনিক কর্মকর্তা আরিফুজ্জামান, মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. শুভ্র রানী দেবনাথ ও আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ কুমার বসু।