আহাদুর রহমান জনি: এলজিইডির গ্রামীন সড়ক সংষ্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ৮৩৫ মিটার সড়ক সংষ্কারে আমা ও আধলা ইট দিয়ে রাস্তাটির ম্যাকাডোম এর কাজ করা হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা না নিয়ে আজ থেকে কার্পেটিং কাজ শুরু হয়েছে।
রাস্তাটি সংষ্কারের শুরু থেকেই অনিয়মের অভিযোগ তোলেন স্থানীয়রা। তাদের অভিযোগ আমলে না নিয়ে বরাবরই রাস্তার কাজ শেষ পথে। এদিকে তিনটি পুকুরে পাইলিং করার কথা থাকলেও সেগুলোও করা হয়নি। রাস্তাটিতে আজ সোমবার থেকে ঠিকাদার কার্পেটিং এর কাজ শুরু করেছে। কিন্তু সেখানেও আছে বিস্তর সমস্যা। ইটের সোলিংয়ের উপর বিটুমিনের পরিবর্তে পোড়া মবিল ছড়িয়ে তার উপর কার্পেটিংয়ের কাজ করছে ঠিকাদার। অপরদিকে কোনরকমে ১৫ থেকে ২০ মিলি কার্পেটিং করা হচ্ছে। যা কয়েক মাসের মধ্যেই নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কার্পেটিং কাজের সময় উপজেলা প্রকৌশলী বা তার প্রেরিত কোন প্রতিনিধিও উপস্থিত ছিলনা কাজের সাইটে।
উল্লেখ্য, এলজিইডি’র ‘গ্রামীন সড়ক’ মেরামত ও সংরক্ষন প্রজেক্ট এর অধীনে ২৮৭৮২৫১১২নং সড়কের উন্নয়নের জন্য টেন্ডার ঘোষণা করা হয়। সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা মাধপ কর্মকারের বাড়ী থেকে খোকন হ্যাচারী ও নলকুড়া ফজলুর বাড়ী পর্যন্ত ৮৩৫ মিটার গ্রামীন সড়ক সংস্কারের এ টেন্ডারের অন্তর্ভুক্ত । টেন্ডারের প্রাক্কলিত মূল্য ৩২ লক্ষ ১৪ হাজার ১০৭টাকা। ৫% নি¤œ (৩২লক্ষ, ৪৩হাজার, ৪০১টাকা) দর দিয়ে কাজটি পান মেসার্স রাজিব এন্টারপ্রাইজ। ওয়ার্ক ওর্ডার অনুযায়ী কাজ শুরু তারিখ ছিলো ২০২১ সালের ৩০ নভেম্বর ও শেষের তারিখ ছিলো ২০২২ সালের ২৯ জানুয়ারি। টেন্ডার পাওয়ার পর বিলম্বে কাজ শুরু করে ঠিকাদার। তবে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয়রা অভিযোগ করেন যে, রাস্তায় ২ ও ৩ নং ইটের খোয়া দিয়ে কাজ করা হচ্ছে। সরজমিন পরিদর্শনে যেয়ে দেখা যায়, এই পুরো রাস্তাতেই ২ ও ৩ নং ইট দিয়ে ম্যাকাডোম এর কাজ করা হয়েছে। এ ছাড়াও ইটগুলো রাস্তার ওপর এনে ভাঙার কথা থাকলেও তা এ ক্ষেত্রে মানা হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানটি আাঁখি ভাটা থেকে ১নং ইটের বদলে ২ ও ৩ নং ভাঙ্গা ইট কিনে ভাটা থেকে ভেঙে রাস্তায় বিছিয়েছেন। এদিকে ইট বিছানোর কয়েকদিন পরই ইট গুরো হতে শুরু করেছে। এই রাস্তার পুরোটাই বুঝে নেওয়ার দায়িত্ব সাতক্ষীরা সদর উপজেলা প্রকৌশলীকে দেওয়া হলেও অদৃশ্য কারণে এত অনিয়মের বিষয়ে তিনি নীরব দর্শকের ভ‚মিকা পালন করেন।