[embed]https://youtu.be/kaqpVs9RIog[/embed]
আহাদুর রহমান:
মহান স্বাধীনতা যুদ্ধে বিক্সা চালক আব্দুর রাজ্জাককে চাপড়া লজের দু’তলা থেকে গুলি চালিয়ে হত্যা করা হয়। রাজ্জাকের নামের আগে যুক্ত হয় শহীদ শব্দ। অনেক পরে হলেও শহীদ রাজ্জাকের কবরটি সংরক্ষণ করা হয়। প্রতিবছর স্বাধীনতা দিবসে মাল্যদানসহ আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয় শহীদ রাজ্জাকের কবরের পার্শ্বে দাড়িয়ে। অনুষ্ঠানে যোগ দেন জেলা প্রশাসক, সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধারা।
সেই শহীদ আব্দুর রাজ্জাকের কবরটি আমপান ঝড়ে পড়া গাছের ডাল-পাতায় ভরা। পৌর কর্তৃপক্ষ এখানে পড়া দু’টি মূল্যবান সেগুন গাছ কেটে অন্যত্র সরিয়ে নিলেও কবরে পড়া অন্যান্য গাছ ও ডাল-পাতা সরায়নি।