আহাদুর রহমান জনি: শুধু মাত্র তিন পাত্তি গোল্ডই নয় অনলাইন বেটিং সাইট অনএক্সবিটেরও মাস্টার এজেন্ট শাহিনুর। এটাও তার টাকা কামাইর অন্যতম উৎস।
সাধারণ মানুষের কাছে মোবাইলের দোকানের এজেন্ট হলেও পরিচিত মুখের কাছে অনলাইনের জুয়ার গুরু হিসেবে পরিচিত শাহিনুর। সাতনদীতে এ সংক্রান্ত একটি সংবাদ পরিবেশিত হলে সাড়া পরে যায় সাতক্ষীরা জেলা জুড়ে। শাহিনুরকে সদ্য কেনা গাড়িতে করে শহরের বিভিন্ন স্থানে ঘুরতে দেখে বিভিন্নজন যোগাযোগ করতে থাকে সাতনদী অফিসে। প্রতারিত বিভিন্ন ব্যক্তি আরও নতুন নতুন তথ্য দিতে থাকে। এরই মধ্যে জানা যায় অনলাইনের অন্যতম জুয়ার সাইট অনএক্সবিটেরও মাস্টার এজেন্ট হলো শাহিনুর। রাশিয়ার নাগরিকের মালিকানাধীন বেটিং সাইটটিতে বেট জিতে প্রতি লাখ বেটিংয়ে ১০ হাজার টাকা পাওয়া যায়। অন্যদিকে হেরে গেলে সব বেট ধরা সব টাকাই চলে যায়। টাকা ভাঙানোর জন্য মাস্টার এজেন্ট নির্দিষ্ট পরিমানে কমিশন পান। নির্দিষ্ট কোডে টাকার লেনদেন হয় গ্রাহক টু এজেন্ট টু মাস্টার এজেন্ট থেকে মূল কোম্পানি পর্যন্ত। বর্তমানে তালা থানার স্মার্টফোন ব্যবহারকারী ৮০ ভাগ যুবক এ বেটিং সাইটের সাথ জড়িত। শাহিনুরের বিরুদ্ধে তড়িৎ কোন পদক্ষেপ না নিলে জেলার যুবসমাজের বেশির ভাগই আসক্ত হয়ে পড়তে পারে এসব অনলাইন জুয়ায়।
উল্লেখ্য, অনলাই জুয়া খেলার এ্যাপ তিন পাত্তি গোল্ড, অনএক্সবিটসহ বিভিন্ন ধরনের অনলাইন জুয়ার আসরে নিয়ন্ত্রক হয়ে বিপুল সম্পত্তির মালিক হয়েছে শাহিনুর। শ্যমনগর থেকে খালি হাতে এসে সাতক্ষীরা ও খুলনা শহরে চারটি বাড়ি, বিলাসবহুল গাড়ি ছাড়াও বিপুল পরিমান সম্পদ আছে তার। ইতোমধ্যেই অনলাইন জুয়া পরিচালনায় যুক্ত ছয়জনকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তার ছয়জন হলেন- জামিলুর রশিদ, সায়মন হোসেন, রিদোয়ান আহমেদ, রাকিবুল আলম, মুনতাকিম আহমেদ ও কায়েস উদ্দিন আহম্মেদ। এই গ্রুপেরই অন্যতম সদস্য হলো শাহিনুর।