নিজস্ব প্রতিবেদক: মুম্বাই স্মাইলস এর সহযোগিতায় এবং অগ্রগতি সংস্থার বাস্তবায়নে সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর ও কালিগঞ্জ উপজেলায় শপথ নামে একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের আওতায় গত বৃহস্পতিবার থেকে তিনদিন ব্যাপী উপস্থাপনা এবং মনো-সামাজিক কাউন্সেলিং-এ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন সম্পন্ন হয়েছে।
অগ্রগতি সংস্থার ট্রেনিং সেন্টার পিটিআরসি’তে সাতক্ষীরা সদর ও কালিগঞ্জ উপজেলার ৩০ জন পিয়ার লিডার ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষনটি অনুষ্ঠিত হয়।
এই প্রকল্পের মূল লক্ষ্য মানবপাচারের ঝুঁকিতে থাকা ও পাচারের শিকার ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন, সরকারী-বেসরকারী বিভিন্ন সেবায় অর্ন্তভুক্তি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে পাচার প্রতিরোধ ও নিরসন করা।
প্রশিক্ষনে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী অসিত ব্যানার্জী, শপথ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মাসুম বিল্লাহ সোহাগ, আশ্বাস প্রকল্পের কাউন্সেলর সিরাজুম মনিরা, শপথ প্রকল্পের প্রোগ্রাম অফিসার মোরাশেদ আলম ও গোপাল সরকার।