আব্দুর রহিম, কালিগঞ্জ: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চর্চা, গবেষণা ও কর্মকান্ড পরিচালনায় জাতীয় মানের সংগঠন ‘অগ্নিবীণা’। অগ্নিবীণা সাতক্ষীরা জেলা সংসদের পথ চলা ২০১০ সাল থেকে। অগ্নিবীণা প্রচেষ্টায় ইতিপূর্বে সরকারি -বেসরকারি বহু প্রোগ্রাম সাতক্ষীরাবাসী উপভোগ করেছে। সংগঠনের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রম পরিচালনা আরো গতিশীল-বেগবান করতে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে পুনরায় নবগঠিত কার্যনির্বাহী কমিটি করা হয়েছে। গতকাল সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে সন্ধে ৬ টায় কবি সোহরাব হোসেন সবুজের আহব্বানে নজরুল অনুরাগী ব্যক্তিদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা কবি গাজী শাহজাহান সিরাজ (সৌহার্দ সিরাজ) এর সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে- বাংলাদেশের জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক ও কবি প্রাণকৃষ্ণ সরকারকে সভাপতি এবং নলতা আহছানিয়া সেলিমউল্লাহ ক্যাডেট স্কুলের পরিচালক, সাংবাদিক ও কবি সোহরাব হোসেন সবুজকে পুনরায় সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি এ্যাডভোকেট নির্মলেন্দু যোদ্দার, অর্থ সম্পাদক শিক্ষক কাজী গুলশান আরা, সাংগঠনিক সম্পাদক কর্ণ বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক হেনরী বৈদ্য, প্রকাশনা সম্পাদক প্রভাষক শহীদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক ফেরদাউসুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক কণ্ঠশিল্পী মিনাক্ষী দাস, দপ্তর সম্পাদক শিল্পী প্রসেন্জিত সরকার, নির্বাহী সদস্য শিল্পী সাবিনা ইয়াসমিন প্রমা, শেখ আবু সালেক ও নিত্যানন্দ সরকার। অগ্নিবীণা সাতক্ষীরা জেলা সংসদের সদস্যবৃন্দ সাতক্ষীরা তথা সারাদেশে নজরুল চর্চার প্রসারের প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি নিয়ে এ পথচলা শুরু করেছেন বলে তারা জানান। নবগঠিত কমিটির সদস্যরা সরকারি -বেসরকারি ব্যক্তি, নজরুল প্রেমী, সাংস্কৃতিক-সাহিত্য অনুরাগী ব্যক্তিদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অগ্নিবীণা- সাতক্ষীরা জেলা সংসদের কমিটি গঠন প্রাণকৃষ্ণ সভাপতি, সবুজ সম্পাদক
পূর্ববর্তী পোস্ট