
নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: ৯৯৯ এ ফোন পেয়ে দুমাস ধরে নিখোঁজ যশোরের আমেনা খাতুন নামের এক গৃহবধূকে উদ্ধার করেছে দেবহাটা থানা পুলিশ। সোমবার রাত প্রায় ১২টার দিকে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে এসআই নূর মোহাম্মদ মোস্তফাসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার পারুলিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রাম থেকে ওই গৃহবধূকে উদ্ধার করেন। পুলিশ জানায়, যশোর অভয়নগরের সিদ্দিপাশা এলাকার সাইফুল ইসলামের স্ত্রী আমেনা খাতুন গত চার বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন। দুথমাস আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন। সোমবার রাতে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় অজ্ঞাত এক নারীকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় এক বাসিন্দা ৯৯৯ এ ফোন দিলে দেবহাটা থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে গিয়ে ওই নারীকে উদ্ধার করে দেবহাটা থানায় নিয়ে আসে। পরবর্তীতে তার পরিচয় শনাক্ত হলে সাতক্ষীরাতে অবস্থানরত আমেনা খাতুনের বোন সায়রা খাতুন ও ভাগ্নে আমির শারাফাত মঙ্গলবার দেবহাটা থানায় এসে তাকে নিয়ে যান।