
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড আ.লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব সুব্রত কুমার বিশ্বাসের বিরুদ্ধে বাংলাদেশ আ.লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে সাতক্ষীরা জেলা আ.লীগের সভাপতি/ সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ করেছেন জেলা যুব আ.লীগের মহিলা লীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা আয়শা খাতুন খুকুমনি। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ইং ২২/০৮/২০২৩ তারিখে রাত সাড়ে ১০টার দিকে দে মিষ্টান্ন ভান্ডার ও হোটেলের সামনে সামান্য বিষয় কে কেন্দ্র করে পৌর ৭নং ওয়ার্ড আ.লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব সুব্রত কুমার বিশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এলাকার বিভিন্ন মানুষের সামনে প্রকাশ্যে অম্লীল ভাষায় বিভিন্ন রকম কটূক্তি মূলক গালিগালাজ করে। এসময় আরো উপস্থিত ছিলেন ফজলুর রহমান, সাইদুল ইসলাম, সুরজ আলী, সুরজসহ স্থানীয় ব্যক্তিবর্গ। এ ঘটনায় নেতাকর্মীদের অসন্তোষ ও চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বিষয়টি তাৎক্ষণিত প্রতিবাদ করেন এবং ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালুসহ পৌর এবং জেলা আ.লীগের সিনিয়র নেতৃবৃন্দকে অবহিত করেন। নেতৃবৃন্দ বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এদিকে, পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ ও যুব মহিলালীগের নেতৃবৃন্দ অসন্তোষ প্রকাশ করেন এবং সুব্রত কুমার বিশ^াসের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।
উল্লেখ্য, সাতক্ষীরা পৌর আ.লীগের অন্তর্গত ৭নং ওয়ার্ড আ.লীগের বিতর্কিত সম্মেলন প্রস্তুতি কমিটি দেওয়ার পর থেকে সমালোচনার ঝড় ওঠে। জানা যায়, গত ৩০ জুলাই রাত ১২ টার দিকে পৌর আ.লীগ সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেনের ফেসবুকে ৭নং ওয়ার্ডের সম্মেলন প্রস্তুতি কমিটির ঘোষনা দেন।