
বিশেষ প্রতিবেদক, শ্যামনগর: চেক জালিয়াতি মামলায় বিজ্ঞ সাতক্ষীরা আদালত হতে সাজাপ্রাপ্ত আসামী কর্তৃক বাদীকে হত্যার হুমকি অব্যহত রেখেছে প্রতারক প্রকাশ চন্দ্র কর। তিনি কলারোয়া উপজেলার ক্ষেত্রপাড়া গ্রামের ইন্দ্র ভ‚ষণ করের ছেলে।
মামলার বাদী শ্যামনগর উপজেলার ধূমঘাট গ্রামের নির্মল কুমার বাউলিয়া জানান, ব্যবসায়িক লেনদেনের এক পর্যায়ে প্রতারক প্রকাশ চন্দ্র করের নিকট ৬০ লাখ টাকা পাওনা হয়। টাকা চাইলে সে তাল বাহনা শুরু করে। একপর্যায়ে প্রকাশ চন্দ্র কর গত ০৭/০১/২০১৯ তারিখে রূপালী ব্যাংক লিঃ কলারোয়া শাখার হিসাব নং- ৮৮১৫ এর এসবিএলএস ৩৩২১৮২৩ নং একটি চেকের পাতায় স্বাক্ষর পূর্বক ৬০ লাখ টাকা লিখে বাদী নির্মল কুমার বাউলিয়াকে প্রদান করে। কিন্তু উক্ত হিসাব নাম্বারে সমুদয় টাকা না থাকায় সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ডিজঅনার করে। পরবর্তী পর্যায়ে প্রকাশ চন্দ্র করের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে গত ০৭/০৮/২০১৯ তারিখে ১৩৮৭/১৯ নং মামলা দায়ের করে বাদী নির্মল কুমার বাউলিয়া। মামলাটি দীর্ঘ প্রক্রিয়া শেষে চেক জালিয়াতির বিষয়টি প্রমাণিত হওয়ায় বিজ্ঞ যুগ্ম দায়রা জজ মোঃ ফারুক ইকবাল গত ০৬/০৯/২০২১ তারিখে প্রতারক প্রকাশ চন্দ্র করকে এক বছর বিনাশ্রম কারাদন্ড সহ তর্কিত চেকে বর্ণিত টাকার সমপরিমান তথা ৬০ লাখ টাকা জরিমানা দন্ড প্রদান করেন। বিজ্ঞ আদালতের রায়ের পর থেকে আসামী পলাতক থাকায় পুলিশ কর্তৃক ধৃত হওয়ার পর বা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পনের পর হতে তার সাজার মেয়াদ গননা শুরু হবে বলে রায়তে উল্লেখ করেন। আসামীকে জরিমানার টাকা অবিলম্বে অভিযোগকারী তথা বাদীর অনুকুলে পরিশোধের নির্দেশ প্রদান করেন। কিন্তু অদ্যবধি প্রতারক প্রকাশ চন্দ্র করকে পুলিশ গ্রেফতার করতে না পারায় বাদীকে উল্টো হত্যার হুমকি অব্যহত রেখেছে প্রকাশ।
বাদী নির্মল কুমার বাউলিয়া আসামীকে দ্রæত গ্রেফতার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।