
প্রেস বিজ্ঞপ্তি: মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে এবং সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায়, জেলা প্রশাসন, সাতক্ষীরার তত্ত¡াবধানে “পাকিস্তানী হানাদার বাহিনী কর্তৃক সংঘটিত ঝাউডাঙ্গার গণহত্যার ইতিহাস নিয়ে মোঃ মাজহারুল হোসেন তোকদার-এর রচনা, পরিকল্পনা ও নির্দেশনায়” এবং পরিবেশ থিয়েটারের পরিবেশনায় ‘বর্ডার ৭১’ নাটক মঞ্চায়ন হবে। ০২ নভেম্বর মঙ্গলবার বিকাল ৫টায় সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল, বাজুয়াডাঙ্গায় ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে এ নাটকটি মঞ্চায়িত হবে। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে, অনুষ্ঠানটির উদ্বোধন করবেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক, লিয়াকত আলী লাকী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, এমপি, সাতক্ষীরা-২। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম বার), পুলিশ সুপার, সাতক্ষীরা, মোহাম্মদ আল মাহমুদ, লে. কর্ণেল পিএসসি, বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক, সাবেক সাংসদ ও সভাপতি, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ, আলহাজ¦ নজরুল ইসলাম, চেয়ারম্যান, জেলা পরিষদ, সাতক্ষীরা, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মশু, সাবেক কমান্ডার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, তাজকিন আহমেদ চিশতি, মেয়র, সাতক্ষীরা পৌরসভা, আলহাজ¦ মোঃ আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, মমতাজ আহমেদ বাপী, সভাপতি, সাতক্ষীরা প্রেসক্লাব, মোহাম্মদ আলী সুজন, সাধারণ সম্পাদক, সাতক্ষীরা প্রেসক্লাব। ‘বর্ডার ৭১’ শিরোনামের মঞ্চ নাটকটি উপভোগ করার জন্য সর্বসাধারণকে মঙ্গলবার বিকাল ৫টায় বাঁকাল বাজুয়াডাঙ্গায় আমন্ত্রণ জানানো হয়েছে।