
পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কমিটির উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কমিটির পাইকগাছা উপজেলা শাখার সভাপতি এ্যাড. শিবপ্রসাদ সরকার।
সভায় সাধারণ সম্পাদক প্রভাষক রবীন্দ্রনাথ কর্মকার সর্বসম্মতি ক্রমে নতুন কমিটিতে সভাপতি রিপন সরদার, সহ-সভাপতি বিলাস কবিরাজ, সাধারণ সম্পাদক সুব্রত কুমার ঢালী, যুগ্ম-সম্পাদক প্রিয়ংকর রায়, সাংগঠনিক সম্পাদক অঞ্জন মন্ডল, কোষাধ্যাক্ষ অনুপ কুমার ঢালী সহ ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয় যুব হিন্দু মহাজোট কমিটির ৫নং সোলাদানা ইউনিয়ন কমিটি ঘোষনা ও অনুমোদন দেন।
এসময়ে উপস্থিত ছিলেন থানা কমিটির মধ্যে যথাক্রমে সন্তোষ কুমার সরকার, প্রশান্ত কুমার সরকার, কংকন চন্দ্র রায়, ইউনিয়ন কমিটির মধ্যে চাঁদখালী ইউনিয়নের সভাপতি কনক চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক তুষার কান্তি বিশ্বাস, যুগ্ম-সম্পাদক এ্যাড. দয়াল কৃষ্ণ সানা, কপিলমুনির সাধারণ সম্পাদক প্রীতিশ মন্ডল। এছাড়া উপস্থিত ছিলেন, জীবন ঢালী, হিরামন ঢালী, শক্তিদেব সরকার, গৌতম সরকার প্রমূখ।