
মোঃ জিয়াউর রহমান শ্যামনগর প্রতিনিধি : পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে চিরাচরিত প্রথা অনুযায়ী মধু আহরন মৌসুম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ১০টায় সাতক্ষীরা সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম.এম হাসান সামাজিক দূরত্ব বজায় রেখে মধু আহরন মৌসুম উদ্ধোধন করেন। পহেলা এপ্রিল থেকে আগামী ১৫ জুন আড়াই মাস ব্যাপী মৌয়ালরা সুন্দরবনে অভয়ারন্য এলাকায় মধু আহরন করতে পারবেন।
সাতক্ষীরা সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম.এম হাসান জানান, গতবছরের ন্যায় চলতি বছর মধু আহরনের লক্ষ্যমাত্রা ১হাজার ৫০ কুইন্টাল এবং মোম ২৬৫ কুইন্টাল নির্ধারিত হয়েছে। প্রতি কুইন্টাল মধু আহরণের জন্য ৭৫০ টাকা এবং প্রতি কুইন্টাল মোম ১হাজার টাকা হারে রাজস্ব ধরা হয়েছে। সাতক্ষীরা রেঞ্জের আওতায় ৪টি স্টেশন অফিস থেকে অনুমতি নিয়ে প্রায় ১হাজার মৌয়াল সুন্দরবনে মধু আহরণ করবেন। ইতিমধ্যে নির্বিঘ্নে মধু আহরণের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।