
জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহিনে সুন্দরবন হতে কর্তন নিষিদ্ধ গরান কাঠ কেটে পাচার করার সময় জব্দ করেছেন কৈখালী বন ষ্টেশন অফিসের সদস্যরা। শুক্রবার (৯ জুলাই) ভোর ৬টার দিকে কৈখালী স্টেশন কর্মকর্তা (এসও) মোবারক হোসেনর নেতৃত্বে সদস্যরা সুন্দরবনের চকবারখাল এলাকা হতে নৌকা ভর্তি চোরাই কাঠ উদ্ধার করে। এ সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারীরা সুন্দরবনে পালিয়ে যায়।
সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.এ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, কাঠ পাচারের খবর গোপনে জানতে পেরে অভিযান চালিয়ে ২টি নৌকাসহ ২শতাধিক মন গরান কাঠ উদ্ধার করা হয়। এঘটনায় বন আইনে মামলা হয়েছে।