
আব্রাহাম লিংকন, শ্যামনগর থেকে:
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সদস্যরা অভিযান চালিয়ে প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অপরাধে ৩ জেলেক আটক করেছে। এ সময় তাদের নিকট থেকে অবৈধ কাকড়া সহ ১ টি ডিঙ্গি নৌকা উদ্ধার করা হয়।
শনিবার (২৫ ফেব্রুয়ারী) ভোর ৫ টার দিকে কোবাদক স্টেশনের টেকেরখাল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। আটকৃতরা হলেন, শ্যামনগর উপজেলার নাপিতখালী গ্রামের মোশাররফ হোসেন মোড়ল, আনারুল ইসলাম ও কয়রা উপজেলার মাটিয়াভাঙ্গা গ্রামের মোঃ ফারুক হোসেন সরদার।
সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এমকেএম ইকবাল হোসেন চৌধুরী বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের প‚র্বক আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে প্রেরন করা হয়েছে।
অন্যদিকে, আটককৃতদের স্বজনরা জানান, কোবাদক স্টেশন কর্মকর্তা ফারুক হোসেনের সহিত তাদের চুক্তি ছিল। চুক্তির টাকা কম দেওয়ায় তাদেরকে আটক করেছে।