
সিরাজুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি : পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের গহিনে মানিকচোরা খালে মাছ ধরার সময় ফারুক হোসেন (৩০) নামের এক জেলেকে মুক্তিপনের দাবীতে অপহরণ করেছে বনদস্যু জোনাব বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার ভোরে দিকে অস্ত্রের মুখে ওই জেলেকে জিম্মি করে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী করেছে জোনাব বাহিনীর সদস্যরা। ফারুক কালিঞ্চি গ্রামের মতিউর রহমান এর ছেলে। অপহৃত জেলের বরাদ দিয়ে আবু সালেহ জানায়, কৈখালী বন অফিস হইতে অনুমতি নিয়ে মানিকচোরা খালে মাছ ধরার সময় ওই জেলেকে অপহরণ করে। কৈখালী বন স্টেশন কর্মকর্তা এস ও কামরুল হোসেন বলেন, জেলে অপহরণের বিষয়ে কেহ অভিযোগ করেনি।