
কলারোয়া ব্যুরো: সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য, আর টিভি’র জেলা প্রতিনিধি ও সংকল্প নিউজ ডট কম’র সম্পাদক সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তীসহ পরিবারের অসুস্থ্য সদস্যদের দ্রæত সুস্থতা কামনা করেছেন কলারোয়া প্রেসক্লাবের সদস্যবৃন্দ। গত ১১ আগষ্ট থেকে করোনা উপসর্গ নিয়ে সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, তার সহধর্মিনী ল²ী চক্রবর্তীসহ পরিবারের অন্যান্য অসুস্থ সদস্যরা চিকিৎসকের পরামর্শে নিজ বাড়ীতে আইসোলেশনে থেকে চিকিৎসাধীন রয়েছেন। তাদের দ্রæত সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন কলারোয়া প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন: কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সহ.সভাপতি হাসান মাসুদ পলাশ, সহ.সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ এমএ সাজেদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, প্রচার সম্পাদক আকবর আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হোসেন, কার্য নির্বাহী সদস্য মাস্টার সাইফুল ইসলাম ও সদস্য মাস্টার শেখ শাহাজাহান আলি শাহিন, মিয়া ফারুক হোসেন স্বপন, তরিকুল ইসলাম, রাজু রায়হানসহ শুভাকাঙ্খীবৃন্দ।