
সাতক্ষীরা : সাতক্ষীরা ৩ (আশাশুনি – কালিগঞ্জ) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিনের বিরুদ্ধে গিয়ে মিছিল মিটিং করাই যুবদলের তিন নেতাকে কারণ দর্শানো নোটিশ দিয়ে সতর্ক করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী
কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক পত্রে এ কারন দর্শানো নোটি প্রদান করেন। কারণ দর্শানো নোটিশ প্রাপ্ত নেতারা হলেন, কালিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক
শেখ আলাউদ্দিন সোহেল, সদস্য সচিব
শেখ আ. আজিজ, যুগ্ম আহ্বায়ক কাজী রাব্বি হোসেন। কারণ দর্শানো নোটিশ বলা হয়েছে আপনারা, উপজেলা যুবদলের গুরুত্বপূর্ণ পদে আসীন থাকার পরও জনসম্মুখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধাচারণ করেছেন মর্মে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে।
এমতাবস্থায়, সংগঠনের শৃঙ্খলা বিনষ্টকারী এহেন কর্মকান্ডের জন্য আপনাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবেনা, তা আগামী ২৪ (চব্বিশ) ঘন্টার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এর সম্মুখে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হলো।

