
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন : সাতক্ষীরা সদর–দেবহাটা (সাতক্ষীরা-২) আসনে মনোনয়ন বাতিল এবং টানা সাত বারের চেয়ারম্যান আব্দুল আলিমকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা–খুলনা রোড মহাসড়কের বিনেরপোতা মাছবাজার সংলগ্ন স্থানে সাতক্ষীরা-২ আসনের সর্বস্তরের সাধারণ মানুষ এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যান আব্দুল আলিম দুইবার ক্রসফায়ারের মামলার আসামি হয়েও বিগত ১৭ বছর ধরে নিপীড়ন-নির্যাতন সহ্য করে দলের নেতাকর্মীদের পাশে ছিলেন।
তারা আরও জানান, সাতক্ষীরা-২ আসনে বর্তমান বিএনপি মনোনয়ন বাতিল করে আব্দুল আলিমকে দলীয় প্রার্থী ঘোষণা করতে হবে।
বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, আলিম চেয়ারম্যানকে মনোনয়ন না দিলে লাগাতার কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

