
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মনোনীত প্রার্থী শেখ মো. ওবায়েদুস সুলতান বাবলু। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীরের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। শেখ মো. ওবায়েদুস সুলতান বাবলুর মনোনয়নপত্র জমাদানকালে তার সাথে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, জেলা জাসদের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন লস্কর শেলী, সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন খান চৌধুরী, তালা উপজেলা জাসদের সভাপতি মোঃ আবুল কাশেম বিশ^াস, কলারোয়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক অধ্যপক আবদুর রাজ্জাক, জাতীয় নারী জোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পাপিয়া আক্তার, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস বীনা, জাতীয় যুব জোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মিলন ঘোষাল, সাধারণ সম্পাদক এস.এম শামীম, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারহান মাশুক অন্তু, বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এস.এম আবদুল আলীম, সাধারণ সম্পাদক মো. তারিকুজ্জামান তারিক প্রমুখ। মনোনয়নপত্র জমাদান শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শেখ মো. ওবায়েদুস সুলতান বাবলু বলেন, আমি নির্বাচিত হলে সবার আগে ১৪ দলের অসমাপ্ত ২৩ দফা বাস্তবায়ন করবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার ‘স্মার্ট বাংলাদেশ’, আমি সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনকে দেশের প্রথম স্মার্ট এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। তালা-কলারোয়ার জলাবদ্ধতা, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদের বিরুদ্ধে সোচ্চার থাকবো। পাটকেলঘাটা থানাকে উপজেলায় রূপান্তর করতে সর্বাত্মক চেষ্টা করবো।