
শেখ ইমরান হোসেন, তালা: “মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি” এই ¯েøাগানকে সামনে রেখে সামাজিক সংগঠন “ সাতক্ষীরা হেল্পলাইন ফাউন্ডেশন” এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ শে আগষ্ট) বেলা ১২টায় তালা কপোতাক্ষ নদের ধারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা হেল্পলাইন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা: সুব্রত ঘোষ, জেলা পরিষদের সদস্য ও তালা রিপোর্টাস ক্লাবের সভাপতি সাংবাদিক মীর জাকির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ- সভাপতি মোঃ কামাল হোসেন।
অন্যান্যদের মধ্যে সাতক্ষীরা হেল্পলাইন ফাউন্ডেশন’ এর আহŸায়ক রাজীব কুমার ঘোষ, সদস্য সচিব আহসানুল হক রাব্বী, সদস্য শমীক মোড়ল, শেখ ইমরান হোসেন,উপজেলা ছাত্রলীগ নেতা তন্ময় কুমার দে, শাওন আহম্মেদ, রাকিব হোসেন, অর্ঘ ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনের আহŸায়ক রাজীব কুমার ঘোষ জানান, সাতক্ষীরা বাসীর সংকটকালীন সময় পাশে থাকার প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ সমাজসেবা মূলক সংগঠন সাতক্ষীরা হেল্পলাইন ফাউন্ডেশন। আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের পাশে থাকার। সংগঠনের সদস্য সচিব আহসানুল হক রাব্বী জানান, কপোতাক্ষ নদের ভাঙ্গন রোধে ও সামাজিক বনায়ন সৃষ্টির লক্ষে আমরা বৃক্ষরোপণ কর্মসূচির ব্যাবস্থা করেছি।